#
ঢাকা বুধবার , ২৪ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. জেলার সংবাদ
  4. রাজনীতি

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা ।

প্রতিনিধির নাম
১৪ মে ২০২৪, ১২:০৪ পিএম

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটারগণ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস কর্তৃক উল্লেখিত ৯ জন প্রার্থীর মনোনোয়ন বৈধতা পায়।

প্রতীক বরাদ্দের পরপরই সদর উপজেলার বিভিন্ন এলাকায় উল্লেখিত প্রার্থীদের জমজমাট প্রচারনা চলছে। প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে গিয়ে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চওয়ার আহবান চোখে পরার মত। প্রার্থীগণ ভোটারদের সাথে প্রতিনিয়ত শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহন করছেন তারা। ব্যানার, ফেসটুনে ছেয়ে গেছে পৌরসভার বিভিন্ন এলাকা। একই সাথে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ সর্বত্রই পোষ্টার ও ব্যানার-ফেসটুনে ছেয়ে গেছে।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সাবেক জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আ’লীগের সহ সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া) এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ পিরিচ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ (টিউবওয়েল), সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) ও রুহিয়া ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা (কলস) ও সংরক্ষিত আসেনর সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালার পুত্রবধু প্রিয়া আগারওয়ালা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

সবকিছু মিলিয়ে বর্তমানে সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট অবস্থা বিরাজ করছে। সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থীদের পক্ষ থেকে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চাওয়া হলেও তারা তাদের পছন্দমত, যোগ্য ও তাদের বিপদে-আপদে পাশে থাকা প্রার্থীদের ভোট প্রদান করবেন। ২/৩ দিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা জানায়, এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বি-মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন তারা। তবে ভোট গ্রহনের পর পরই বোঝা যাবে কে হবেন বিজয়ী, সে কারনে অপেক্ষ করতে হবে আরও কয়েকটি দিন। আর এ বারে কারা আসছেন সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নেতৃত্বে সেদিকেই তাকিয়ে আছে সদর উপজেলা সহ দেশবাসী। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ জন। আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।