#
ঢাকা মঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জেলার সংবাদ
  3. রাজধানী

বিএনপি’র মহাসচিবের এমন মন্তব্যের জবাবে – এমপি সুজন বলেন, সরকারের সমালোচনা ছাড়া আর কোন কাজ নেই !

প্রতিনিধির নাম
১৫ এপ্রিল ২০২৪, ১১:৫১ পিএম

Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্য ভিত্তিহীন দাবি করে ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন, মাদক ব্যবসায়ীর মৃত্যুকে পূঁজি করে রাজনীতি করার চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি শনিবার (১৩ এপ্রিল) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ১২ এপ্রিল শুক্রবার হরিপুর উপজেলায় নিহত সেই যুবদল নেতার কবর জিয়ারত শেষে এক আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করে বলেছিলেন, আওয়ামী লীগ ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে, জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়।

এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ। মহাসচিবের এমনি মন্তবের জবাবে ঠাকুরগাঁও ২ আসনের এমপি সুজন বলেন, সাংগঠনিক দুর্বলতা আর নীতিহীন রাজনীতির ফলে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সরকারের সমালোচনা ছাড়া তাদের আর কোনো কাজ নেই।

জননেত্রী শেখ হাসিনা যখন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তখন মাদক ব্যবসায়ী যুবদল নেতার স্বাভাবিক মৃত্যুতেও মির্জা ফখরুল সরকারের দোষ খুঁজছে। আসলে জনসমর্থন হারিয়ে বিএনপি নেতারা বেসামাল হয়ে গেছে। এ সময় মির্জা ফখরুলের সমালোচনার তীব্র নিন্দা জানিয়েছেন সংসদ সদস্য সুজন। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল হরিপুর থানায় মাদক দ্রব্য আইনের এক মামলায় গ্রেপ্তার হয় যুবদল নেতা আকরাম হোসেন। তাঁকে আদালতে নেয়ার পথে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান আকরাম। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিবৃতিও প্রকাশ করেছে।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।