#
ঢাকা বুধবার , ২৪ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জেলার সংবাদ
  3. বাণিজ্য

ঠাকুরগাঁওয়ে আম বাগানগুলোর গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে !

প্রতিনিধির নাম
১৫ এপ্রিল ২০২৪, ১১:৪৮ পিএম

Link Copied!

ঠাকুরগাঁও জেলার আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে। আবহাওয়া ভালো থাকলে এ বছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন আম চাষিরা। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলতে শুরু হয়েছে। চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। গত বছর আমের বাজারদর ভালো থাকায় চাষিরা এ বছর আরও বেশি পরিমাণে চাষ করেছেন। এ বছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজারদর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও জেলার চাষিরা। বিভিন্ন প্রজাতির আমের মধ্যে রয়েছে সূর্যপুরী, গোপাল ভোগ, আমরুপালী, ল্যাংড়া, ফজলী, চিনি ফজলী, মিশ্রি ভোগ সহ নানান জাতের আম রয়েছে। পোকার কিছুটা আক্রমণ থাকলেও গাছের কোনো রোগবালাই নেই।

ইতোমধ্যে পরিচর্যায় ব্যস্ত সকল চাষিরা। ঠাকুরগাঁও
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় মোট ৪ হাজার ২০১টি আম বাগান রয়েছে। যার আয়তন প্রায় ৩ হাজার ২২১ হেক্টর জমি। মোট ৩ হাজার ৬৬ হেক্টর জমির আম গাছ। চাষিরা জানায়, বাগানে বালাইনাশক ব্যবহার করছেন তারা। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেয়া হয়েছে। এবছর প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের ভালো ফলন ভালো হবে সেই সাথে আশা করছি আমের দামও ভালো পাওয়া যাবে। ঠাকুরগাঁও
সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের আলী জানান, প্রায় দুই একরের বেশি জমিতে বারি-৪ জাতের আমগাছের বাগান করেছি। এ বাগানে কম বেশি ছয়শ’র বেশি আমগাছ রয়েছে। গাছগুলোতে আম আশা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে ও আমের দাম ভালো পাইলে অনেক লাভবান হবো।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, আমাদের ঠাকুরগাঁও জেলার সূর্যপূরী আম সারাদেশে সুনাম করে। এখানকার আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে গন্ধে অতুলনীয়। মুকুল যেমন এসেছিলো ঠিক তেমনি প্রতি গাছে গাছে আম আশা শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে এবং কালবৈশাখী বা ঝড় না হলে ব্যাপক ফলনের মাধ্যমে কৃষকেরা লাভবান হবে আশা করা যাচ্ছে।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।