#
ঢাকা মঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক
  4. রাজনীতি

বাইডেনের হাত-পা বাঁধা ছবি প্রকাশ করলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
২ এপ্রিল ২০২৪, ৮:২৪ এএম

Link Copied!

পিঠমোড়া করে বাঁধা অবস্থায় পড়ে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চোখমুখে বিষণ্নতা। ওপরে লেখা, ‘ট্রাম্প ২০২৪’। না, এটি সত্যি কোনো ঘটনা নয়। একটি পিকআপের পেছনে দেখা গেছে এমনই এক ছবি। আর সেই পিকআপের ভিডিও প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গত শুক্রবার ভিডিওটি প্রকাশ করেন ট্রাম্প। ভিডিওর শিরোনাম অনুযায়ী, সেটি ধারণ করা হয়েছে আগের দিন বৃহস্পতিবার নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায়। সেদিন নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এ ভিডিও নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা। বাইডেনের মুখপাত্র মাইকেল টেলর এএফপিকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ করা এই ছবি আবর্জনার মতো। এমন ছবি তখনই প্রকাশ করা হয়, যখন আপনি কোনো সহিংসতা বাধাতে চাচ্ছেন।

তবে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, ওই পিকআপটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সেটির ভিডিও নেওয়া হয়েছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের প্রার্থী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অপর দিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে যাচ্ছেন বাইডেন। ইতিমধ্যেই তাঁরা নিজেদের পক্ষে প্রচার–প্রচারণা শুরু করেছেন। মাঝেমধ্যে একে অপরের সমালোচনা করে একহাত নিতেও ভুলছেন না।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।