#
ঢাকা মঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !

প্রতিনিধির নাম
১ এপ্রিল ২০২৪, ৯:২০ পিএম

Link Copied!

দীর্ঘদিন পর ঠাকুরগাঁও জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ২টি প্যানেল ঘোষনা করা হয়েছে। উল্লেখিত প্যানেল ২টির প্রার্থীগণ ইতিমধ্যে লিফলেট বিতরণ, পোষ্টার, নির্বাচনী বিলোবোর্ড টাঙ্গানো, সভা, সেমিনার, মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু মিলিয়ে এক প্রকার জমজমাট অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বিভিন্ন আগ্রহী প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, ২টি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে।

এর মধ্যে আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলে ১৪ জনের ছবি সম্বিলিত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দুলাল-বাবলু-আরমান প্যানেলে ২২ জনের ছবি সম্বিলিত তালিকা প্রকাশ করা হয়েছে। আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলের প্রার্থীগণ হলেন চিটাগাং গ্রুপের চেয়ারম্যান মো: আহসান হাবীব আলমগীর, মাহিন গ্রুপের নির্বাহী পরিচালক মো: মুরাদ হোসেন, সরকার মটরস এর নির্বাহী সুদাম সরকার, মো: শাহ্ জামান লাবলু, মো: শাখাওয়াত হোসেন চৌধুরী বুলু, মো: ফরহাদ হোসেন, মো: সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী, মো: খায়রুল ইসলাম রোমান, ইন্দ্রজিত গুহ ঠাকুরতা, মো: মোস্তাফিজুর রহমান বাবুল, আলহাজ্ব মো: আলমগীর হোসেন, মো: শওকত আলী সোহেল, কাজী মো: আজমগীর হক, মো: মারুফ হোসেন।

আন্যদিকে দুলাল-বাবলু-আরমান প্যানেলে সার ব্যবসায়ী এসএম সামছুজ্জামান দুলাল, সুপ্রিয় গ্রুপের পতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান (বাবলু), সেলিম গ্রæপের চেয়ারম্যান মো: আরমান হোসেন (সোহেল), এন এইচ শাহ্ মো: এ্যাপোলো, শেখ জাহাঙ্গীর আলম (খোকন), মাসহুরা বেগম (হুরা), মো: এনামুল হক সরকার, মো: শফিকুল ইসলাম, মো: মোস্তফা কামাল, মো: কাজী জামাল, মো: মনোয়ার হোসেন কামাল, মোতাহার হোসেন (মনির), চন্দনা ঘোষ, মো: সিরাজুস সালেকীন (শাওন), গণি মো: সুলতান হাসান (ইমরোজ), মো: ফরহাদুর রেজা (ডলার), মো: গোলাম সারোয়ার (রবিন), মো: রফিকুল ইসলাম (রোহান), এস এম এ সিনহা, মো: ফখরুল আলম (লিফাত), আমিন মো: আরিফ সমীর, মো: মাহবুব আলম ও এ কে আজাদ। উল্লেখ্য, বিভিন্ন কারণে দীর্ঘ এক যুগ ধরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন হতে চলেছে। এতে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ১৯২ জন। সহযোগী ভোটার সংখ্যা ১৪৪ জন। নতুন কোন জটিলতা দেখা না দিলে আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।