#
ঢাকা মঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরাক্ষা বিষয়ক সেমিনার।

প্রতিনিধির নাম
১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

Link Copied!

ঠাকুরগাঁও জেলায় “উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরক্ষা এবং বাণিজ্যিক প্রসারে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো: মুনিম হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিচালক মো: রশিদুল মান্নাফ কবির,ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কারুপণ্যের পরিচালক চন্দনা ঘোষ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ব্র্যাকের কর্মকর্তা মোছা: শরিফা খাতুন, নারী উদ্যোক্তা মারজানা তাহসিন, এসো জীবন গড়ি সংস্থার নির্বাহী পরিচালক মো: নোবেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো: মুনিম হাসান।

এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত বিভিন্ন পন্যের উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরক্ষা এবং সেগুলোর বানিজ্যিক প্রসারে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। সেমিনারে অধিদপ্তরের একাধিক উপ-পরিচালক, সহকারী পরিচালক, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও উদ্যোক্তাগণ অংশ নেন।

মো: মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

সার কারখানার ভিআইপি সম্মেলন কক্ষে সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি,

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

পরীক্ষার আগেই প্রায় ৪৫০ জনকে প্রশ্নপত্র দিয়ে চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন — প্রিয়নাথ রায় ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।